CHT NEWS
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৭ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত মরাকইল্যা এলাকায় গণতান্ত্রিক যুব
ফোরামের উদ্যোগে এক কৃষকের জমিতে ধানের চারা রোপনে সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১৬ আগস্ট ২০২৫) গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার
নেতা-কর্মীরা স্থানীয় যুবক-যুবতিদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে ওই কৃষকের প্রায় আড়াই
কানি জমিতে ধানের চারা রোপন করে দেন। এর আগে ২৭ জুলাইও তারা এ ধরনের সহায়তামূলক কাজ
করেন।
এ বিষয়ে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচি ছাড়াও গণতান্ত্রিক
যুব ফোরাম এলাকায় সামাজিক সচেতনতামূলক কর্মসূচিসহ জনসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা
করে থাকে। তারই অংশ হিসেবে কৃষকের পাশে দাঁড়িয়ে ধানের চারা রোপনে সহায়তা প্রদান করা
হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।