রাজশাহীতে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, পুকুরে তল্লাশিতে মেলেনি কিছু : সংবাদ অনলাইন

Google Alert – সেনা

রাজশাহীতে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, পুকুরে তল্লাশিতে মেলেনি কিছু

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ১৬ আগস্ট ২০২৫

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর বাড়ি সংলগ্ন পুকুরেও তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। তবে সেখানে আর কোনো অস্ত্র-গোলাবারুদ পাওয়া যায়নি। শনিবার বিকাল ৪টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এর আগে শুক্রবার গভীর রাত থেকে সেনাবাহিনী ও রাজশাহী মহানগর পুলিশ ‘ডক্টর ইংলিশ’ নামের প্রতিষ্ঠান ঘিরে অভিযান শুরু করে। শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প, ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন— প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মুনতাসিরুল আলম অনিন্দ্য, মো. রবিন ও মো. ফয়সাল। সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুল সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার, বিদেশি মদ, নগদ টাকা এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ।

বোম্ব ডিসপোজাল ইউনিট নাইট্রোজেন কার্টিজগুলো নিষ্ক্রিয় করেছে। পুলিশ জানায়, অনিন্দ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই।

হলি আর্টিজান হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনিন্দ্য। শনিবার দুপুরে অনিন্দ্যর বাড়ির সামনের পুকুরে অস্ত্রের খোঁজে ডুবুরি তল্লাশি চালালেও কিছু মেলেনি।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার জানান, আটক তিনজনকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *