Independent Television
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোরে ৬১-বিজিবি তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ি বিওপি’র আওতাধীন সীমান্ত দিয়ে দুজনকে পুশ-ইন করা হয়।
বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করার পর আনুমানিক এক কিলোমিটার ভেতরে প্রধানপাড়া নামক স্থান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল তাদের আটক করে। পরে আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, আটক হওয়া একজন নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা রানু মোল্লা এবং অন্যজন সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক। তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত ছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।