ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের রাঙামাটি সফর

Google Alert – পার্বত্য অঞ্চল

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লেস হোয়াইথেলে মঙ্গলবার রাঙামাটি সফর করেছেন। এ দিন বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সদস্য সবির কুমার চাকমার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় রাষ্ট্রদূত বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি সম্ভাবনাময় এলাকা। তারা সেখানে পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক ব্যবস্থা, পরিষদের কাঠামো, উন্নয়নমূলক কাজ এবং জেলার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে গেছেন। তারা বিশেষ করে শহরাঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে আগ্রহী। এ বিষয়ে তারা পরিষদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা রাষ্ট্রদূতকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত পরিষদ ব্যবস্থা, হস্তান্তরিত বিভাগ, জেলার উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয়, এনজিও সমন্বয় এবং পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি শান্তি চুক্তির পর ইউএনডিপির মাধ্যমে বিদেশি দাতাদের সহায়তায় পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কাজের উল্লেখ করতে গিয়ে বলেন, জেলার প্রত্যন্ত এলাকার স্কুল জাতীয়করণ, ম্যালেরিয়া নির্মূলকরণ এবং কৃষিক্ষেত্রে সাফল্য এসেছে। এছাড়া নারীশিক্ষা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দাতা সংস্থাদের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের মিনিস্টার কাউন্সিলর মাওরিজিও, ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, সহকারী আবাসিক প্রতিনিধি আশেকুর রহমান, এসআইডি-ইউএনডিপির ভারপ্রাপ্ত এনপিএম বিপ্লব চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *