Google Alert – সেনা
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ইসরাইলি পরিকল্পনা এলাকাটির লাখো মানুষের জন্য ‘গণহত্যা ও উচ্ছেদের নতুন ধাপ’ ছাড়া আর কিছু নয়।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।
রোববার দেওয়া এক বিবৃতিতে হামাস দাবি করেছে, দক্ষিণ গাজায় তাঁবু ও অন্যান্য আশ্রয়সামগ্রী বসানোর ইসরায়েলের উদ্যোগ আসলে ‘প্রকাশ্য প্রতারণা’।
গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, মানবিক উদ্যোগের ছদ্মবেশে এই পরিকল্পনা বাস্তবে একটি নৃশংস অপরাধ আড়াল করার কৌশল, যা দখলদার বাহিনী কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা রোববার থেকেই তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছে। তাদের দাবি, লড়াইয়ের অঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরিত করার এ পরিকল্পনা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে।
ইসরাইল এর আগে চলতি মাসেই ঘোষণা করেছিল, তারা গাজা সিটির উত্তরাংশ—যা পুরো উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র—দখলে নেওয়ার নতুন অভিযান শুরু করবে। এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ প্রায় ২২ লাখ মানুষের বসবাসের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
ইসরাইলের টানা সামরিক অভিযানে এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সৃষ্ট হয়েছে তীব্র খাদ্য সংকট, অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় পুরো গাজাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।