“তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড করে দিবেন”

Google Alert – আর্মি

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের জনতার নেতা মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যদি আল্লাহ তায়ালা ক্ষমতায় আনেন তাহলে জনাব তারেক রহমান বলেছেন, প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড করে দিবেন। এবং এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগিতা পাবেন। এতে করে সবার মাঝে সচ্ছলতা ফিরে আসবে,কেউ অসহায় থাকবেন না। তিনি আরো বলেন, তারেক রহমান ৩১ দফায় আপনাদের ব্যাপারে পারে (মা দের ব্যাপারে) সব চাইতে গুরুত্ব দিয়েছেন।

 

তিনি বলেন, আমাদের সব চাইতে আপন কারা হয়, সব চাইতে আপন হয় মা। এই জন্য মা-বোনদের নিয়ে প্রথম ডাসার উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সংগ্রহ শুরু করলাম। আজ আপনারা যে ভাবে ফরম পুরন করে গেলেন, আপনারা অন্যান্যদেরকেও একই ভাবেই ফরম পুরন করাবেন।

 

প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে ওই কেন্দ্রীয় নেতার নিজ বাড়ি খান্দলী গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিললেন উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খান, মোঃ ইসমাইল হোসেন হাওলাদার, জব্বার হোসেন, সরোয়ার তালুকদার,যুবদল নেতা মোঃ নুরুজ্জামান তালুকদার, অশ্রু তালুকদার, মোঃ রেদোয়ান হোসেন রুবেল ও মীর আমির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাত্তার আকন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন সরদার ও সাধারণ সম্পাদক মাইদুর রহমান রুবেল প্রমুখ।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *