অবিচার-বঞ্চনার শিকার সামরিক কর্মকর্তাদের অভিযোগ তদন্তে কমিটি গঠন

Google Alert – সামরিক

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের আমলে ২০০১ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ পেশের জন্য কমিটি গঠন করা হয়েছে।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

 

রোববার (১৭) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

 

এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

 

কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস মহাপরিচালক।

 

কমিটির সদস্যরা হলেন— মেজর জেনারেল (অব.) মুহম্মদ শামস-উল-হুদা, মেজর জেনারেল (অব.) শেখ পাশা হাবিব উদ্দিন, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ শফিউল আজম, এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ শাফকাত আলী, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নৌবাহিনীর সদর দপ্তরের নেভাল সেক্রেটারি, বিমান বাহিনী সদর দপ্তরের এয়ার সেক্রেটারি।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *