বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন, অসুস্থ ২ শিক্ষার্থী

Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এখনও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরা শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। অনশনে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে দুপুর থেকে আমরণে বসেন তারা।

অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থী হলেন—সমাজবিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী জয় আহমেদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের মাহিদ হোসেন। তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করলে  শিক্ষার্থীরা বাধা দেন। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তারা প্রাথমিক চিকিৎসা নেন ।

এদিকে রোববার  রাত সাড়ে ১২টার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ অন্যান্য কর্মকর্তারা অনশনস্থলে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। তবে তারা প্রশাসনকে সাফ জানিয়ে দেন রোডম্যাপ ঘোষণা ছাড়া আন্দোলন স্থগিত করবেন না।

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিত সংহতি প্রকাশ করেছে শাখা ছাত্রদলও। আমরণস্থলে শাখা ছাত্রদল আহ্বায়ক আল আমিন ইসলাম ও সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, অতিদ্রুতই ছাত্র সংসদ দেয়া হোক সেটা ছাত্রদল চায়। এ ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন হলে যোগ্য নেতৃত্ব তৈরি হবে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম আশিকুর রহমান অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখানে কোনো ছাত্রসংসদ নির্বাচন হয়নি। গত জুলাই মাসে ছাত্র অধিকার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন ঘটলেও এই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের কোনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে দফায় দফায় আবেদন ও আন্দোলন সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

শিক্ষার্থীদের মতে, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এবং প্রকৃত প্রতিনিধিত্বের ভিত্তিতে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে তুলে ধরার একমাত্র উপায় হলো নির্বাচিত ছাত্র সংসদ। অথচ অজ্ঞাত কারণে প্রশাসন এই প্রক্রিয়া বিলম্বিত করে চলেছে, যা শহিদ আবু সাঈদের আত্মদানের চেতনাকে অমর্যাদা করছে।

অনশনরত শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ডে লেখেন, ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’ ইত্যাদি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, ‘আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা বলেছি। আগামী নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউজিসি জানিয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রসংসদ নির্বাচন হয় তাহলে সেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েই আগে হবে।’

তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের যোগদান করেই আবু সাঈদের হত্যার বিচার এবং ছাত্র সংসদ নিয়ে কথা বলেছি। সেটি শিক্ষার্থীরাও জানে। তাই তাদের ধৈর্য ধরতে বলব। আশা করি স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করব।’

উল্লেখ্য, এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে কোনো কার্যকর ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসেছেন বলে জানান শিক্ষার্থীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *