ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরায়েলের |

Google Alert – BD Army

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ব্যবহৃত একটি ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 


রবিবার জেরুজালেম থেকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সর্বশেষ হামলা এটি।


ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের গভীরে রাজধানী সানায় হুথিদের জন্য ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামো স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। 


তবে স্থানটির নাম উল্লেখ করেনি  ইসরায়েলি সেনাবাহিনী।


বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে হুথিদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে, সানার দক্ষিণে ‘হাজিজ পাওয়ার প্ল্যান্টকে লক্ষ্য করে আগ্রাসন চালানো হয়েছে’। 


তবে ওই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।


তারা জানায়, বেশিরভাগ হুথি হামলা প্রতিহত করা হয়েছে। কিন্তু ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা চালাতে বাধ্য করেছে।


ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, “হুথিদের বারবার হামলার জবাবে তারা সর্বশেষ হামলা চালিয়েছে।”


বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পরে হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে।


ইসরায়েলের ওপর হামলার পাশাপাশি, হুথিরা ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি-সংযুক্ত জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।


২০২৪ সালের জানুয়ারি মাসে লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সামরিক পদক্ষেপ নেওয়ার পর ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা আরও বাড়িয়েছে।


মে মাসে বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে, যা কয়েক সপ্তাহ ধরে তীব্র মার্কিন হামলার অবসান ঘটায়।  কিন্তু ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার প্রতিশ্রুতি দেয়। সূত্র: টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট নিউজ


বিডি প্রতিদিন/একেএ

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *