চ্যানেল আই অনলাইন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৮ আগষ্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্ধোধনী অনুষ্ঠানে যোগদান করে এ আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা গভীর সমুদ্রে মাছ ধরার উপর গুরুত্বারোপ করে প্রকৃত মৎস চাষীরা যাতে বৈষম্যের শিকার না হয় সেই দিকে দৃষ্টি দেয়ার নির্দেশ দেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।