ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২, স্বীকারোক্তি একজনের

Google Alert – আর্মি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন দুই উপজাতি নাগরিককে আটক করেছে বিজিবির মাঠকর্মীরা।

রোববার সকাল ১১টার দিকে আটক হওয়া দুজনকে আরাকান আর্মির সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে।

ঘটনাটি ঘটে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকায়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আটককৃতরা হলেন- নয়ন চাকমা (৩০)। পিতার নাম- জ্ঞান রঞ্জন চাকমা, গ্রাম- বেদবেদি, ওয়ার্ড নং-৬, রাঙ্গামাটি সদর।

অন্যজন- উলাই চাকমা (২৪), পিতার নাম- উছলা চাকমা, গ্রাম- মেদাইক, থানা- ডেকুবুনিয়া, জেলা- মংডু, মিয়ানমার। 

সোমবার (১৮ আগস্ট) সকালে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে উলাই চাকমা আরাকান আর্মির বিশ্বস্ত সহযোগী বলে স্বীকার করেছেন।

পরবর্তীতে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *