মায়ানমারে আলু পাচারকালে ফিশিং বোটসহ ১১ জন আটক

Google Alert – আর্মি

মায়ানমারে পাচারকালে ৫০০ বস্তা আলুসহ একটি নৌকা জব্দ করেছে কুতুবদিয়ার কোস্ট গার্ড। সেই সঙ্গে আটক করা হয়েছে ১১ পাচারকারীকে।

– Advertisement –

সোমবার দুপুরে কোস্ট গার্ড সদস্যরা কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের সাগর এলাকায় এই অভিযান চালান। এ তথ্যটি নিশ্চিত করেন, কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

– Advertisement –google news follower

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অসাধু চক্র দেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২ টায় কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন সংলগ্ন সাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

– Advertisement –islamibank

এতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে একটি নৌকা তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং নৌকাসহ ১১ জন পাচারকারীকে আটক করে কুতুবদিয়ার কোস্ট গার্ড।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে এবং বাংলাদেশে পাচার করে।

এ সময় তারা আরকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে বলে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে।

পরবর্তীতে তারা অতি গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারীদের হাতে মাদক পৌছে দেয়। তাদের ন্যায় আরো কয়েকটি অসাধু চক্র এরূপ অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে বলে জানা যায়।

জব্দকৃত আলু, পাচার কাজে ব্যবহৃত নৌকা ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেএন/পিআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *