Google Alert – বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, ছাত্র-ছাত্রীদের সেন্টিমেন্টকে ধারণ করে সম্মানের চোখে দেখতে হবে। ছাত্র-ছাত্রীরা আগামীর ভবিষ্যৎ। তাদের হাতেই নতুন বাংলাদেশ।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
এসময় সাইবার সেফটি গেমসের উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রফেসর ড. এস এম এ ফায়েজ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সততা ও সাহসিকতার সবচেয়ে বড় উদাহরণ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। এই চেতনা ধরে রেখে দেশ ও জাতি গঠনে নতুন শিক্ষার্থীদের নিজেদের দক্ষ জনবল হয়ে ওঠার পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজের পরিবার মনে করে সেইভাবে সবার সঙ্গে ব্যবহার করতে হবে।