Google Alert – সেনাপ্রধান
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংয়ের পর দুই বোলার মারুফা আকতার ও ফাহিমা খাতুনের বোলিং নৈপুন্যে জয় দিয়ে নারী চ্যালেঞ্জ কাপ ওয়ানডে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ লাল দল।
সোমবার (১৮ আগষ্ট) থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ সবুজ দলকে ৩২ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ লাল।
সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ লাল দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন জ্যোতি। ১৩১ বল খেলে ৬টি চার মারেন তিনি।
সবুজ দলের অধিনায়ক নাহিদা আকতার ও স্বর্ণা আকতার ২টি করে উইকেট নেন।
জবাবে পেসার মারুফা ও স্পিনার ফাহিমার বোলিং তোপে ৪০.১ ওভারে ১১২ রানে অলআউট হয় সবুজ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ফারজানা হক পিংকি। মারুফা ১৩ রানে ও ফাহিমা ২০ রানে ৪টি করে উইকেট নেন।
আইসিসি মাসে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন দলকে নিয়ে চ্যালেঞ্জ কাপে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। নারী লাল দল, নারী সবুজ দল এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ছেলেদের দল নিয়ে ১০ দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে।