Google Alert – প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর গুনগত মান আগের চেয়ে পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি বলেন, এজন্যই তারা নির্বাচন নিয়ে নানা কথা বলছে।
উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, দুদক সংস্কার কমিশন, আইন সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তা আগামী দুই মাসের মধ্যে আইনে পরিণত করা হবে।