Google Alert – সেনা
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সামা টিভি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দেশটির অপারেশন সিঁদুর ও অপারেশন বুনিয়ান-উন-মারসুস নামের সামরিক অভিযানে নিহত দেড় শতাধিক সৈনিকের একটি তালিকা ছিল। এই প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যজনকভাবে ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়, যা ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সামা টিভির প্রকাশিত তালিকায় পাকিস্তানের প্রেসিডেন্ট কর্তৃক সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের দেওয়া সাহসিকতার পুরস্কারের বিবরণ ছিল। এর মধ্যে ‘ইমতিয়াজি সনদ’ এবং ‘তমঘা-ই-বাসালাত’ পাওয়া দেড় শতাধিক সৈনিকের নামের পাশে ‘শহীদ’ লেখা ছিল, যা থেকে ধারণা করা হয় যে মে মাসে চলা সামরিক অভিযানে পাকিস্তান বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
চলতি বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিশোধ নিতে ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করে, যেখানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করে এবং তাদের দাবি অনুযায়ী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করে। এই চার দিনের সংঘর্ষে উভয় পক্ষের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল, যা গণমাধ্যমে তেমনভাবে প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনটি দ্রুত ভাইরাল হওয়ার পর সামা টিভি এটি সরিয়ে ফেলে। বিশ্লেষকদের ধারণা, সামরিক ব্যর্থতার গোপনীয় তথ্য প্রকাশ করায় পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর চাপের মুখে এটি সরানো হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সম্প্রতি লাহোরে একটি সেমিনারে দাবি করেছেন যে তাদের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও প্রমাণ রয়েছে।