তীব্র সেনা সংকটে ইসরায়েল

Google Alert – আর্মি

গাজায় তীব্র সেনাসংকটে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এখন বিদেশে বসবাসকারী তরুণ ইহুদিদের বাহিনীতে নিয়োগের একটি পরিকল্পনা বিবেচনা করছে নেতানিয়াহুর সরকার। গত সোমবার ইসরায়েলের আর্মি রেডিও-র খবরে বলা হয়েছে, প্রস্তাবিত এই পরিকল্পনায় বিদেশের বৃহৎ ইহুদি জনগোষ্ঠী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দিকে লক্ষ্য রাখা হবে এবং সেখানে থেকে প্রতি বছর প্রায় ৭০০ জনকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। এ ঘাটতি ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বিস্তৃত সমস্যাকে আরও জটিল করে তুলেছে, যার মধ্যে রয়েছে সরঞ্জামের ঘাটতি এবং গাজায় মাসের পর মাস যুদ্ধ চলার ফলে রিজার্ভ সেনা ব্যবস্থার ওপর তীব্র চাপ। কারণ, অনেক রিজার্ভ সেনা এ যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট মানসিক সমস্যা ও ক্লান্তির কথা জানিয়েছেন। এই পদক্ষেপ এমন এক সময়ে আসছে, যখন সেনাবাহিনী প্রায় ১০ থেকে ১২ হাজার সেনার ঘাটতির মুখোমুখি, যা মূলত অতি-অর্থোডক্স ইহুদি বা হারেদিমের সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতির ফলে তৈরি হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে হারেদি পুরুষরা, যারা ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ, তারা পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছিলেন। তবে ২০২৩ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট এ বিস্তৃত অব্যাহতি ব্যবস্থা বাতিল করে দেয়; ফলে সেনাবাহিনী টানা সেনাসংকটের মধ্যে বাধ্যতামূলক নিয়োগ আদেশ বাস্তবায়ন শুরু করে। এরপর হারেদি নেতারা ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তাদের ধর্মীয় বিশ্বাস লঙ্ঘন ও জীবনধারার প্রতি হুমকি তৈরির অভিযোগ তোলেন। জুলাই মাসে ইসরায়েলি দৈনিক মারিভ জানিয়েছে, সিনিয়র সামরিক কর্মকর্তারা প্রথমবারের মতো জনবলের অবস্থা নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি দেন এবং প্রায় ৭ হাজার ৫০০ সেনার ঘাটতির কথা উল্লেখ করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *