তেজগাঁও বিভাগের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬

Bangla News

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।

আদাবর থানায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. সুমন ওরফে বাকেট সুমন (২৬), মো. রহমান (২৫), মো. মেহেদী হাসান (২৫), মো. নাজমুল (২০), মো. মোস্তাফিজুর রহমান (৩৫), মো. সোহেল রানা (৪০), মো. মনিরুল ইসলাম (৩৫), মো. মনারুল ইসলাম (২৫), মো. জাহাঙ্গীর আলী (৩৫), মো. রাজিব (৩৫), মো. হারুন (৪০), মো. ভোলা মিয়া (৩০), মো. আশরাফুল (৩৫), মো. রবিউল ইসলাম (২৭), মো. আমিরুল (৩৫), মো. কাজল (২৫) ও মো. কাজল (২৩)।

মোহাম্মদপুর থানায় অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল (২৮), মারফ (২২), আরিফ (২৬), সুমন (২৩), সাগর (২৩) ও টুটুল (২৮)।

তেজগাঁও থানায় অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নাইম (২৩), মুন্না (৩২), রাসেল (২৭), কাশেম (৪৫), আলামিন (৩৪), রেহান (২৩), রাশেদ (৩৪) ও মো. ইদ্রিস (৩৩)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জাহাঙ্গীর (২৩), আসমা (৩৩), নিরব (৩৪), পাখি (২০), ময়ূর (৩২), রাহুল (২২) ও আলামিন (৪৪)।

হাতিরঝিল থানায় একই দিন বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. শান্ত ইসলাম (২৮), পারভেজ (২৩), মো. হাবিবুর রহমান (২০), মো. ইউসুফ মিয়া (৪৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. আ. আজিজ (৪০), মো. আব্দুল্লাহ (২৫), মো. পলাশ (৩০), মো. শেখ ফরিদ (২৮), মো. জাহিদ (২০) ও মো. হাসান (২৫)।

শেরেবাংলা নগর থানায় অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মারুফ (১৯), বাবুল হোসেন (৩৪), নাহিদ (২৩), মফিজুল (৩৪), জাহাঙ্গীর (২২), আসিফ (২৬) ও মো. রবিন (২৫)।

গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এজেডএস/এসআরএস  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *