ময়মনসিংহে বাস কাউন্টারে ভাঙচুর, তদন্তে কমিটি

Dhaka Tribune

ময়মনসিংহের একটি বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) শহরের মাসকান্দা বাসস্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকাগামী বাস ও বিকেল থেকে আন্তজেলা সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মুফিদুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম, মহাসচিব রতন আকন্দ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের উপস্থিতিতে রাত ৮টায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রাত সাড়ে ৯টার দিকে বাস চলাচল শুরু হয়।

হামলার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- পরিবহন মালিক সমিতির সদস্য একজন, পরিবহন শ্রমিক সমিতির একজন সদস্য ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস টার্মিনালে ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টার ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় ৫০ থেকে ১০০ জন লোক মোটরসাইকেলযোগে এসে অতর্কিতে টিকিট কাউন্টারে ভাঙচুর করেন।

জেলা মোটর মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘‘ইউনাইটেড কোম্পানি হচ্ছে ঢাকা-ময়মনসিংহের মালিকদের একটি লিমিটেড কোম্পানি। এখান থেকে গাড়ি চালাতে হলে ঢাকা ও ময়মনসিংহের মালিকদের সঙ্গে বসতে হয়, আলোচনা করতে হয় এবং সমিতিতেও আসতে হয়। কিন্তু গত ৪ থেকে ৫ দিন আগে মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন ওরফে কোহিনূরের লোকজন এসে জোরপূর্বক কিছু গাড়ি চালাতে চায়। পরে আজ হঠাৎ করে কিছু পোলাপান পাঠিয়ে কাউন্টারে ভাঙচুর করিয়েছে। সেখানকার ল্যাপটপ নিয়ে গেছে ও কাউন্টারের জিনিসপত্র ভাঙচুর করেছে ও নিয়ে গেছে, তালা লাগিয়ে দিয়েছে। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে। ওই অবস্থায় মালিকেরা নিরাপত্তাহীনতায় বাস চলাচল বন্ধ রাখে।’’

হামলার নেপথ্যে থাকার অভিযোগ প্রসঙ্গে শরাফ উদ্দিন বলেন, ‘‘আমি এসব থেকে অনেক দূরে। এ ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *