Google Alert – সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: আজ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভুটান। লাল-সবুজের মেয়েরা দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক নারী ফুটবলে শক্তিশালী হিসেবে নিজেদের পরিচিতি তৈরি করেছে। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের মোট ছয়টি আসরের মধ্যে পাঁচটিতে শিরোপা জয়ের মাধ্যমে তারা দক্ষতা প্রমাণ করেছে। এবার লক্ষ্য অনূর্ধ্ব-১৭ আসরেও শিরোপা জেতা।
ম্যাচের সময় ও ভেন্যু
বাংলাদেশ বনাম ভুটান ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভুটানের রাজধানী থিম্পুর ঐতিহাসিক চাংলিমিথাং স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল।
টুর্নামেন্ট ফরম্যাট
এবারের সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চারটি দল অংশ নিচ্ছে—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। শেষে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তাই প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লাইভ দেখার সহজ উপায়
ফুটবলপ্রেমীরা ঘরে বসেই বাংলাদেশ বনাম ভুটান ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। ইউটিউবের Sportzwork চ্যানেল থেকে লাইভ সম্প্রচার পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ নারী ফুটবলের জন্য এটি নতুন ইতিহাস গড়ার সুযোগ। আজকের ম্যাচ দিয়েই শুরু হবে তাদের শিরোপা মিশন, যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।
মো: রাজিব আলী/