ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ, আটক ৪

Google Alert – আর্মি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে আশুগঞ্জ থানার গোলচত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশনের মিজানুর রহমান (৩৭), একই জেলার ধুনার হাটের সুজন মিয়া (২৮), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ইস্কান্দার (৩৭) ও মাদারীপুরের কালকিনির লাবনী আক্তার (৩৫)।

অভিযান শেষে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ইমতিয়াজ মাহমুদ খান জানান, ফেরার পথে একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক উল্টো পথে পালানোর চেষ্টা করলে গাড়িটি আটক করা হয়। পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে ৬৭৭টি ভারতীয় কাপড় জব্দ করা হয়। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আশুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *