বান্দরবানে চাঁদের গাড়ি উলটে নারী নিহত, আহত ৬

Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ি উলটে হ্লায়ইনু মার্মা (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়ির আরও ছয় যাত্রী ।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বান্দরবান চিম্বুক সড়কের বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হ্লায়ইনু মার্মা বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা চথোয়াইমংয়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান বাজার থেকে চাঁদের গাড়িতে বাড়ি ফিরছিল বেতছড়া এলাকার ১০ থেকে ১২ জন। এসময় গাড়িটি বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় হ্লায়িনু মার্মা। এসময় আহত হন থাকা আরও ছয়জন যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *