Daily Manobkantha:: রাঙামাটিতে বাজারফান্ড জমির বন্ধকি ও রেজিস্ট্রি চালুর দাবিতে মানববন্ধন: Daily Manobkantha

Google Alert – পার্বত্য অঞ্চল

পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় শহরের বনরূপা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি আবু বকর, সহ-সভাপতি কাজি মোঃ জালোয়া, সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্রনেতা আলমগীর প্রমুখ।

বক্তারা বলেন, জেলা প্রশাসক কর্তৃক বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি বন্ধ রাখায় মালিকরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। গত চার বছর ধরে এ কার্যক্রম বন্ধ থাকায় জমির মালিকরা চরম দুর্ভোগে রয়েছেন। তারা রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের জমি রেজিস্ট্রেশনে জটিলতা সৃষ্টির নিন্দা জানান।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি মহল পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের উচ্ছেদের উদ্দেশ্যে জমির অধিকার হরণের চেষ্টা করছে। তারা অবিলম্বে বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম চালুর দাবি জানিয়ে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *