বান্দরবানে জীপ উল্টে নারী নিহত, আহত ৬

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যাত্রীবাহী একটি জীপ উল্টে গিয়ে হ্লায়ইনু মারমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া সাতমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটবাজার শেষে যাত্রীরা একটি জীপে বাড়ি ফিরছিলেন। পথে বেতছড়া সাতমাইলের ঢালু এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হ্লায়ইনু মারমা মারা যান এবং অন্তত ছয়জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, “হাটবাজার শেষে ফেরার পথে একটি জীপ উল্টে যায়। এতে একজন নারী নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে অবস্থান করছি।”

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, “দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে আমরা হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।”

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ চট্টগ্রাম নিউজ-কে জানান, “জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এক নারী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।”

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *