ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে আলোচনায় বসছেন ন্যাটো প্রধানরা

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে বিস্তারিত আলোচনা করতে বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটোর সামরিক প্রধানরা। ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই বৈঠক করা হবে।

এদিকে কূটনৈতিক প্রচেষ্টার এই সময়ে বুধবার রুশ বাহিনী নতুন করে ইউক্রেনে ভূমি দখলের দাবি করেছে এবং ইউক্রেনীয় কর্মকর্তারা মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় আরও হতাহতের খবর জানিয়েছেন।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, ন্যাটোর ৩২টি সদস্য দেশের সামরিক প্রধানদের ভার্চুয়াল বৈঠকের বিষয়ে খুব কম তথ্যই জানা গেছে। বৈঠকটি স্থানীয় সময় আড়াইটায় শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন শীর্ষ কর্মকর্তা ড্যান ক্যাইন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এবং ইউরোপীয় সামরিক প্রধানদের সঙ্গে ‘ সম্ভাব্য ইউক্রেন শান্তি চুক্তির জন্য সেরা বিকল্প’ নিয়ে আলোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। এর তিন দিন আগে তিনি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার টেলিগ্রামে জানায়, তাদের বাহিনী দোনেৎস্ক অঞ্চলের সুকহেটসকে এবং পানকিভকা নামে দুটি গ্রাম দখলে নিয়েছে।

রুশ সেনারা গত সপ্তাহে পোক্রোভস্ক এবং কস্টিয়ানটিনিভকার মধ্যবর্তী ফ্রন্টে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করতে সফল হয়। এ দুটি গ্রাম সেই অঞ্চলের কাছাকাছি এলাকায় অবস্থিত।

ইউক্রেনের প্রসিকিউটর অফিস জানায়, খারকিভের পূর্বাঞ্চলে এক রুশ ড্রোন হামলায় ৭০ ও ৭১ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রাশিয়ার গ্লাইড বোমা পূর্ব ইউক্রেনের কস্টিয়ানটিনিভকা শহরের আবাসন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে চারজন লোক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সারগিয়ি গোরবুনভ এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার বিমান হামলায় সুমি অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর অখতিরকাতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশু ছিল বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর অলেগ গ্রিগোরভ।

জেলেনস্কি বলেন, নতুন এ হামলাগুলো মস্কোর ওপর চাপ সৃষ্টি করার প্রয়োজনীয়তা তুলে ধরছে। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।  তথ্যসূত্র : বাসস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *