চট্টগ্রামে কুরিয়ার সার্ভিসে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, মূল হোতা আটক

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৭,৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে, যিনি ‘বিজয়’ নামে পরিচিত ছিলেন। তার প্রকৃত নাম মো. নুর হাসান।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর আইস ফ্যাক্টরি রোড এলাকার একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। কুরিয়ারে ঢাকায় পাঠানোর জন্য বুকিং করা খালি বস্তার বান্ডিলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবাগুলো।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর করিম জানান, “মাদক চক্রের একজন সদস্য ইয়াবাসমূহ বুকিং দিয়ে তাৎক্ষণিকভাবে স্থান ত্যাগ করেন। ঘটনাস্থল থেকে আমরা বুকিং সংক্রান্ত কাগজপত্র ও কুরিয়ার সার্ভিস অফিসের সিসিটিভি ফুটেজ জব্দ করি এবং ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিই।”

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল নম্বর ট্র্যাক করে ইয়াবা পাচারে জড়িত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ। এরপর রাতভর অভিযান চালিয়ে রাত ২টার দিকে হালিশহর আই ব্লকের ২ নম্বর লাইনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযানে সাদা পোশাকে পুলিশ সদস্যদের পাশাপাশি দৈনিক আজাদীর একটি সাংবাদিক টিমও অংশ নেয়।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে কোতোয়ালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘটনাটির বিস্তারিত জানান সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন। তিনি বলেন, “চট্টগ্রামে মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে। শহরকে মাদকমুক্ত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।” ওসি আবদুর করিম বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কেউ রেহাই পাবে না।”

আর এইচ /


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *