Google Alert – BD Army
টঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নুর, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, কালিহাতী থানার এসআই রাজিব, কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল সহ সেনাবাহিনী, পুলিশ ও আনসারের অন্যান্য সদস্যরা অংশ নেন।
অভিযানকালে গোডাউনের ভেতর গাদাগাদি করে রাখা ১২ হাজার মিটার চায়না দুয়ারী জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়, যা দিয়ে স্থানীয় নদী ও জলাশয়ে অবাধে মাছ ধরা হচ্ছিল।
ইউএনও মো. খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার হামিদপুর উত্তর বেতডোবা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সরকার নিষিদ্ধ ঘোষিত এ ধরনের জাল ব্যবহার করলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তিনি বলেন, “কালিহাতীতে এত বিপুল পরিমাণ জাল জব্দের ঘটনা এবারই প্রথম। এটি ইতিহাসের সবচেয়ে বড় অভিযান।”
তিনি আরও জানান, পরে জব্দকৃত জাল গুলো কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এনে দ্রুত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ডিএস./