Google Alert – বাংলাদেশ
সাফ অ-১৭ নারী টুর্নামেন্টে জয়ের মাধ্যমে আসর শুরু করলো বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তরুণীরা। দলের হয়ে একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি এবং জোড়া গোল করেন আলপী আক্তার।
বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। তার ও এক ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।
বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।
তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে কর্নার হয়, জটলার মধ্যে পোস্টে বল ঠেলে দেন আলপী আক্তার।
বাংলাদেশ নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের মধ্যে অ-১৭ দলের এই জয় নতুন আত্মবিশ্বাস যোগ করল। জুলাইয়ে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করে, একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয় এবং আগস্টে তারা এশিয়া কাপে ওঠে। এবার অ-১৭ দলও শিরোপার মিশন জয় দিয়ে শুরু করলো।
আবা/এসআর/২৫