চ্যানেল আই অনলাইন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। গাজা সিটি দখলের লক্ষ্যে পরিচালিত সামরিক অভিযানের প্রথম দিনে একাধিক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮১ ফিলিস্তিনি।
আজ ২১ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, বুধবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের বিভিন্ন এলাকায় হামলা শুরু করে। একদিকে টানা বিমান হামলা, অন্যদিকে দীর্ঘদিনের অবরোধের কারণে চরম খাদ্যাভাব এবং চিকিৎসা সংকট—সব মিলিয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে প্রায় ১০ লাখ মানুষ।
এদিন গাজার দক্ষিণাঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রের সামনে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন অন্তত ৩০ জন ত্রাণ প্রত্যাশী। তাদের মধ্যে ছিলেন ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ শালান। একই দিনে দক্ষিণ গাজার একটি তাঁবুতে আশ্রয় নেওয়া তিনজন বাস্তুচ্যুত ফিলিস্তিনিও ইসরায়েলি গোলার আঘাতে নিহত হন।
এদিকে বুধবার অনাহার ও অপুষ্টিতে আরও তিনজন ফিলিস্তিনি মারা যান। এ নিয়ে এই ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এই পরিস্থিতিকে ‘অনাহার’ বলে অভিহিত করেছে।