Google Alert – পার্বত্য অঞ্চল
“পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকের সর্বক্ষেত্রে সম-অধিকার নিশ্চিত, ভূমি জরিপ করে সকল নাগরিকের ভূমির অধিকার নিশ্চিত, সকল প্রথা ও বিশেষ আইন বাতিল করে, সর্বক্ষেত্রে সাংবিধানিক আইন বলবৎ করাসহ, পার্বত্য চট্টগ্রামের সকল খুন-গুম-অগ্নি সংযোগের বিচার নিশ্চিত করে ক্ষতিগ্রস্থ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।”– পার্বত্য চট্রগ্রামের অধিকার সচেতন জনতার ব্যানারে এই ৪ দফা দাবি জানিয়েছেন পার্বত্য চট্রগ্রাম সম অধিকার যুব আন্দোলন কমিটি।
পার্বত্য চট্রগ্রাম সম অধিকার যুব আন্দোলন রাঙামাটি জেলা শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। আজ বুধবার (২০ আগষ্ট) দুপুর ৩টায় জেলার বায়তুশ শরফ মিলনায়তনে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে আসাদুজ্জামান খানকে আহবায়ক ও মোঃ আব্দুল মান্নান কে সদস্য সচিব করে আগামী ৩ মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম অধিকার আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা জাহাঙ্গীর কামাল।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠী অধিকার থেকে বঞ্চিত। এ অঞ্চলের জনগণের অধিকার আদায়ের জন্যে আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করব। আমাদের অভ্যন্তরীণ বিভাজন ভুলে এই অধিকার আদায়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির নামে এক পক্ষিক চুক্তি করে বাঙ্গালীদের অবহেলা করা হয়েছে। এটি শুধুমাত্র একটি চুক্তি, কোন আইন নয়। আমরা এই চুক্তি মানি না।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সম অধিকার আন্দোলন রাঙামাটি জেলা শাখার আহবায়ক মো: কামাল উদ্দিন, সদস্য সচিব মো: রাকিব হোসেন, রাঙামাটি জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ, গণ অধিকার রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান চৌধুরী রোমান, ইসলামী আন্দোলন রাঙামাটি জেলার সহ-সভাপতি নুর হোসেন, ডিপিসি’র নির্বাহী পরিচালক অ্যাড. কামাল হোসেন সুজন, রাঙামাটি জেলা জজ আদালতের আইনজীবী এ্যাড. জিল্লুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ।