Google Alert – সশস্ত্র
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ একে অপরের দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। এ সময় সায়েন্সল্যাব থেকে সশস্ত্র অবস্থায় কয়েকজনকে ঢাকা কলেজের দিকে যেতে দেখা যায়। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়।
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সিটি কলেজের পাশে অবস্থিত উদ্ভাস কোচিং সেন্টারে কোচিং করার সময় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ও সিটি কলেজের কয়েকজনের কথা কাটাকাটি হয়। এ সময় সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ওই শিক্ষার্থীর পরিচয়পত্র (আইডি কার্ড) কেড়ে নেয়।
গতকাল বুধবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডি কার্ড ফেরত নিতে সিটি কলেজের পাশে অবস্থিত উদ্ভাস কোচিং সেন্টারে গেলে সেখানে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছেন উভয় কলেজের শিক্ষার্থীরা।
এদিকে সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ করছেন তারা। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।