Dhaka Tribune
গাজার খান ইউনিসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা মোহাম্মেদ শালান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই।
৪০ বছর বয়সী শালান ওই সময় তার অসুস্থ মেয়ে মরিয়ম এবং পরিবারের জন্য খাবার ও ওষুধ সংগ্রহ করতে গিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মরিয়ম রক্তে বিষক্রিয়া ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মেয়ের চিকিৎসার জন্য শালান বারবার আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছিলেন।
মোহাম্মেদ শালান ছিলেন ফিলিস্তিন ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ। খেলার মাঠে তাকে “আল-জিলজাল” (ভূমিকম্প) নামে ডাকা হতো তার আক্রমণাত্মক খেলার স্টাইলের কারণে। ফিলিস্তিন জাতীয় দলের পাশাপাশি তিনি খেলেছেন খাদামাত আল-বুরেইজ, খাদামাত আল-মাগাজি এবং খাদামাত খান ইউনিস-এর মতো জনপ্রিয় ক্লাবগুলোর হয়ে।
মানবিক বিপর্যয়ের এই সময়ে একজন ক্রীড়াবিদের এমন মৃত্যু আরও একবার তুলে ধরেছে গাজায় চলমান সংকটের ভয়াবহতা।