মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৯

RisingBD – Home


ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২১ আগস্ট ২০২৫  

ফাইল ফটো


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে রাশেদ মিয়া (২০), পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৪৫) ও প্রবাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬)। আটককৃতদের মধ্যে বাকি ৪ জন নারী ও দুইজন শিশু।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘‘আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *