Google Alert – পার্বত্য চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত অর্ধশতাধিক যাত্রী। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাঠানীপুল সংলগ্ন বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূর্বাণী পরিবহনের একটি বাস ও চট্টগ্রাম থেকে বান্দরবানগামী পুরবী পরিবহনের বাসটি বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এড়াতে গিয়ে একটি বাস সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় এবং অপরটি রাস্তার নিচে ছিটকে পড়ে। এ ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুই বাসের চালকসহ কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পাওয়া যাত্রীরা জানান, “অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। অটোরিকশা চালকের বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই বাসের চালক সামান্য আহত হয়েছেন। তবে গুরুতর কোনো যাত্রী আহত হয়নি।”
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।