Google Alert – সেনাপ্রধান
প্রখ্যাত সংগীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র, নিউ ইয়র্ক প্রবাসী তরুণ চিকিৎসক আরমান সোবহান মারা গেলেন মাত্র ২৯ বছর বয়সে।
পরিবারের সদস্যরা জানান, আরমানকে মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। রাতে কোনো এক সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে স্বজনদের ধারণা।
শিল্পী ও সাংস্কৃতিককর্মী সামিরা আব্বাসী এবং ইঞ্জিনিয়ার খালেদ সোবহানের দুই সন্তানের একজন ছিলেন আরমান। তার মা সামিরা আব্বাসী থাকেন ফ্লোরিডার মায়ামিতে।
আরমান লেখাপড়া করেছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে। সম্প্রতি নিউ ইয়র্কের সেন্ট জোন্স রিভারসাইড হাসপাতালে ইন্টারনাল মেডিসিনের রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
পারিবারিক ঐতিহ্যের ধারায় সংগীতেও দারুণ আগ্রহ ছিল আরমানের। পিয়ানো, বাঁশি, স্যাক্সোফোন ও বেহালা বাদনে তিনি ছিলেন পরদর্শী।
এই তরুণ চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। অনেকেই ফেইসবুকে শোক প্রকাশ করেছেন, আব্বাসি পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
আরমানের মরদেহ ফ্লোরিডায় নিয়ে যাওয়া হবে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে।
আরমানের নানা মুস্তাফা জামান আব্বাসী গত মে মাসে ঢাকায় মারা যান।গতবছর জুলাই মাসে মারা যান তার স্ত্রী আসমা আব্বাসী।
মাত্র এক বছরের মধ্যে মা ও বাবাকে হারানো সামিরা আব্বাসী এবার হারালেন তার এক সন্তানকে।