চান্দগাঁওয়ে টার্ফ নিয়ে জুবায়ের হত্যা মামলার আসামি রুবেল গ্রেপ্তার

Google Alert – পার্বত্য অঞ্চল

চট্টগ্রামের চান্দগাঁওয়ে স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র‌্যাব ৭।

জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস টার্ফ উদ্বোধন উপলক্ষে আয়োজিত খেলায় জুবায়ের (২৬) দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে রুবেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ টার্ফে হামলা চালিয়ে মালিক পক্ষ ও দর্শকদের উপর হামলা করে। এতে জুবায়েরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

পরদিন ভিকটিমের ভগ্নিপতি ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০ আগস্ট কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *