জাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

Google Alert – BD Army

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসে তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে জাকসু নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। কেউ বলেছেন, প্রশাসনের নিজস্ব সক্ষমতা থাকা উচিত। আবার কেউ বলছেন বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুনর্বিবেচনা করা উচিত।

বৃহস্পতিবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতৃত্বে শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে ভিপি পদে নির্বাচন করবেন আরিফুজ্জামান উজ্জ্বল। তিনি বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুনর্বিবেচনা করা উচিত।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেন, বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে- প্রশাসন এমনটা অনুভব করলে সেনা মোতায়েনে আপত্তি নেই ছাত্রশিবিরের। তবে প্রশাসনের নিজস্ব সক্ষমতা থাকা উচিত বলে মনে করেন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন এবং নির্বাচনের পরদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের জন্য ইতিমধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের অনুরোধে সেনা মোতায়েনের জন্য সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান। তিনি বলেন, আমরা ১৩ আগস্ট সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছি। নির্বাচন কমিশন থেকে আমাদের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছিল। মূলত তার পরিপ্রেক্ষিতেই আমরা চিঠি দিয়েছি।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। আজ (২১ আগস্ট) জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। হল সংসদ ও জাকসুর কেন্দ্রীয় সংসদের জন্য ৭৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#নির্বাচন #জাকসু #শিক্ষার্থী #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *