মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে

Bangla News


প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের কুতুবপুর সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে যাওয়ায় ইকবাল হোসেন নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কুতুবপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩২/১৫ আর এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।


কৃষক ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের জারাফত আলীর ছেলে।


৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের কাথুলী বিওপি কমান্ডার নায়েক সুবেদার শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশি কৃষক ইকবাল হোসেন (৩৮) সীমান্তের শূন্য লাইন পার হয়ে অবৈধভাবে ১০০ গজ ভারতের ভেতরে ঢুকে কুতুবপুর মাঠ নামক স্থানে ঘাস কাটছিলেন। এসময় বিএসএফের ৫৬ ব্যাটালিয়ন তেইনপুর ক্যাম্পের একটি দল তাকে ধরে নিয়ে যায়। ইকবাল বর্তমানে বিএসএফের হাতিশালা ক্যাম্পের হেফাজতে সুস্থ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।  


তিনি আরও জানান, ইকবালকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে বলে বিএসএফের পক্ষ হতে জানানো হয়েছে।

 

এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *