৭ জন বম নাগরিকের কারামুক্তির খবর

CHT NEWS

২০২৪ সালের ৮ এপ্রিল রাষ্ট্রীয় যৌথবাহিনী কর্তৃক নারী, শিক্ষার্থীসহ বম নাগরিকদের গণগ্রেফতারের চিত্র। 


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

কারাবন্দির ৫০০ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) নারীসহ ৭
জন বম নাগরিক জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে খবর পাওয়া গেছে।

যারা মুক্তি পেয়েছেন বলে জানা গেছে তারা হলেন- ১. শিউলি বম (তিনি একজন থ্যালাসেমিয়া
রোগী, চিকিৎসাধীন), ২. আলমন বম (তিনি কলেজ পড়ুয়া), ৩. জিংরুনএং বম (তিনি পিতা-মাতাহীন), ৪। লালসিংপার
বম, ৫। জিংরেমঙাক বম, ৬. লালনুনজির বম ও ৭. ভানইন কিম
 বম।

২০২৪ সালের ৮ এপ্রিল ও এর আগে পরে রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল।

গতকাল হাইকোর্ট উক্ত ৭ জনের জামিন মঞ্জুর করলে তারা কারাগার থেকে মুক্তিলাভ করেন বলে জানা গেছে। 

এর আগে কারাগারে শিউলী বমের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে
ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

এদিকে, বিনাবিচারে বম নাগরিকদের কারাবন্দির ৫০০ দিনে গতকাল (২১ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবের
সামনে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) প্রতিবাদ সমাবেশ করে
অবিলম্বে নিরপরাধ বমদের কারামুক্তির দাবি জানায়। এছাড়া বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ
মাধ্যমে নিরপরাধ বম নাগরিকদের মুক্তির দাবি জানিয়ে ক্যাম্পেইন চালায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে নাটকীয় ব্যাংক ডাকাটির
ঘটনাকে কেন্দ্র করে ৮ এপ্রিল থেকে রাষ্ট্রীয় যৌথবাহিনী কেএনএফ বিরোধী অভিযানের নামে
নারী-শিশু, বৃদ্ধসহ নির্বিচারে শতাধিক বমকে গ্রেফতার করে। পরে তাদেরকে ব্যাংক ডাকাতিসহ
বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়। ইতোমধ্যে কারাগারে অসুস্থ হয়ে ৩ জন বম নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। অনেকে এখনো অসুস্থ অবস্থায় কারাগারে বন্দি রয়েছেন বলে জানা গেছে। 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *