Google Alert – প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের দূতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:১৮ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ১২:২২ PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ এর সৌজন্য সাক্ষাৎ
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২৫ আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানটি করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সাক্ষাতের সময় অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ এবং ড. ইউনূসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ।
ড. ইউনূস এ সময় বিশ্বব্যাপী রোহিঙ্গাদের সহায়তার অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং অ্যান্ড্রুজকে অনুদান বৃদ্ধি করতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এছাড়া অ্যান্ড্রুজ ড. ইউনূসকে ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উল্লেখ করেন, এক সময় রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ছিল। এই পরিস্থিতিতে ড. ইউনূস গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে আহ্বান জানিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেন। এই আহ্বানে ১০৬টি দেশ সমর্থন জানায়, এবং সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/এমএএম