অ্যাথলেটিক্সের প্রথম দিনেই দুই নতুন রেকর্ড

Google Alert – সেনাবাহিনী

জাতীয় সামার অ্যাথলেটিক্স-এর ১৭তম প্রতিযোগিতার প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষদের ডিসকাস থ্রোতে এবং নারীদের শটপুট ইভেন্টে নতুন দুটি রেকর্ডের জন্ম দেন যথাক্রমে আব্দুল আলিম এবং জান্নাত বেগম।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ডিসকাস থ্রোতে ৪৬.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ডের জন্ম দেন বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিম। এর আগের রেকর্ডটি ছিল আলিমের সতীর্থ আজহারুল ইসলামের। ২০১০ সালে ৪৪.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন আজহারুল।

এছাড়া নারীদের শটপুট ইভেন্টে ১৩.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম। এতে ভেঙে গেছে বাংলাদেশ নৌবাহিনীর জাকিয়া আক্তারের ১৩.৫২ মিটারের রেকর্ড।

এদিকে, ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে ১শ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান। আর দ্রুততম মানবী হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.১৯ সেকেন্ড।

সন্ধ্যা পর্যন্ত মোট ১১টি ইভেন্টের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সাতটি স্বর্ণ, ছয়টি করে রৌপ্য এবং ব্রোঞ্জ পদকসহ ১৯টি পদক জিতে শীর্ষে আছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনী পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ নিয়ে ১৪টি পদক জিতে দ্বিতীয় স্থানে আছে। একটি করে ব্রোঞ্জ জিতে যৌথভাবে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *