৩ দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

Google Alert – প্রধান উপদেষ্টা

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আজ রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বিকাল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা হবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, “আমরা দৃঢ়ভাবে বলছি—নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্র এটাকে প্রতিহত করতে পারবে না। নির্বাচন অনুষ্ঠানের মতো যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে।”

এ সময় তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন। জানান, প্রধান উপদেষ্টা আহত নুরের সঙ্গে কথা বলেছেন ও সমবেদনা জানিয়েছেন। নুরের সুচিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে। একইসঙ্গে অন্য আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তও ঘোষণা করেন প্রেস সচিব। তিনি জানান, হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠিত হবে। কমিটির কাঠামো পরে জানানো হবে।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)





ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *