নির্বাচনের বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক

Google Alert – ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’

রোববার (৩১ আগস্ট) তিনটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এ কথা জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন সেই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে অগ্রগতি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ প্রধান উপদেষ্টাকে আজ অবহিত করেছেন বলে জানিয়েছেন শফিকুল আলম।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য আসন্ন দূর্গাপুজাকে ঘিরে কেউ যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর আলোচনা হচ্ছে, সেখানেই সিদ্ধান্ত হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *