গাজায় হামাসের মুখপাত্রকে হত্যার দাবি ইসরায়েলের

Google Alert – সশস্ত্র

গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিরক্ষাবাহিনী আইডিএফ এবং ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেটকে এই ‘নিখুঁত হত্যাকাণ্ড’ চালানোর জন্য এক্সে এক পোস্টে অভিনন্দন জানিয়েছেন।

এই অভিযান কোথায় এবং কখন চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি কাটজ।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর আগে বলেছিল, তারা শনিবার আল-রিমি এলাকায় ‘প্রধান এক সন্ত্রাসীর’ ওপর বিমান হামলা চালায়।

এরপরই ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে যে, হামাস মুখপাত্র আবু ওবাইদাকে হামলার নিশানা করা হয়েছিল। হামাস ওবাইদার মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

এর আগে হামাস জানিয়েছিল ওই এলাকায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে।

রোববার ইসরায়েল কাটজ হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, গাজায় জোরদার অভিযানে ওবাইদার `বহু অপরাধী দোসরকে’ হামলার নিশানা করা হবে।

আলাদাভাবে আইডিএফ এবং নিরাপত্তা সংস্থা শিন বেট শনিবারের হামলা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলে, তাদের নিশানা ছিল হামাসের মুখপাত্র।

এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, শিন বেট এবং আইডিএফ এর গোয়েন্দা অধিদপ্তরের আগের সংগৃহীত গোয়েন্দা তথ্যের ফলে এই অভিযান চালানো সম্ভব হয়েছে। দুইটি ভিন্ন দিক থেকে ছয়তলা অ্যাপার্টমেন্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবিরাম আঘাত হেনেছে ৫ টি ক্ষেপণাস্ত্র।

২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের হামলা হওয়ারও আগে থেকে হামাসের সামরিক শাখার অবশিষ্ট কয়েকজন ঊর্ধ্বতন সদস্যের মধ্যে একজন ছিলেন আবু ওবাইদা।

আইডিএফ এবং শিন বেট এর যৌথ বিবৃতিতে বলা হয়, জনসম্মুখে হামাসের মুখ (পাবলিক ফেস) ছিলেন ওবাইদা। হামাসের মতবাদ ছড়িয়ে দিতেন তিনি।

গত কয়েকবছরে ওবাইদা হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে তিক্ত প্রচার চালিয়েছিলেন।

ফিলিস্তিনি স্কার্ফে সমসময় মুখাবৃত করে রাখা ওবাইদা মধ্যপ্রাচ্যজুড়ে হামাসের সমর্থকদের কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *