Google Alert – সশস্ত্র
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্রকে হত্যার দাবি ইসরায়েলের
হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু। উবায়দাসংগৃহীত ছবি
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাকে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েল।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রোববার (৩১ আগস্ট) এমনটি দাবি করেছে। এর এক দিন আগে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে তারা।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্সে এক পোস্টে বলেছেন, হামাসের সন্ত্রাস মুখপাত্র আবু উবায়দা গাজায় নিহত হয়েছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে ‘সফল অভিযানের জন্য অভিনন্দন’ জানিয়েছেন।
এর আগে একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবারের হামলায় আবু উবায়দাকে লক্ষ্য করার কথা জানালেও সরাসরি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। সরকারি বৈঠকের পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা অপরাধী ও হত্যাকারী সংগঠন হামাসের মুখপাত্র আবু উবায়দাকে আঘাত করেছি। আমি আশা করি, সে আর আমাদের মাঝে নেই। তবে লক্ষ্য করছি, এ বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্টীকরণ আসেনি।
বছরের পর বছর ধরে আবু উবায়দা নিয়মিতভাবে সামরিক পোশাক ও মুখ আড়াল করা লাল কেফিয়েহ পরে হামাসের ভিডিও বার্তায় হাজির হয়ে আসছেন।
প্রায় ২৩ মাস ধরে চলা বিধ্বংসী গাজা যুদ্ধের সময়, হামাসের শীর্ষ নেতৃত্বকে ব্যাপকভাবে হত্যা করেছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর সংগঠনটি সম্পূর্ণ ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব।
ইতোমধ্যে ইসরায়েল হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এবং হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারসহ একাধিক কমান্ডার ও রাজনৈতিক নেতাকে হত্যা করেছে। এতে সংগঠনটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।
এর আগে রোববার হামাস নিশ্চিত করেছে, গাজায় এর কথিত নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। তিন মাস আগে ইসরায়েল দাবি করেছিল, এক বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় এক হাজার ২১৯ জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। সেই হামলায় জিম্মি করা ২৫১ জনের মধ্যে এখনো ৪৭ জন গাজায় আটক আছেন।
তাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা অভিযানে এ পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।
এসকে/