কোরিয়াকে হারালেই সুপার ফোরে বাংলাদেশ

Google Alert – বাংলাদেশ

কোরিয়াকে হারালেই সুপার ফোরে বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২২ এএম  (ভিজিট : ৩৫)

ফাইল ছবি

মালয়েশিয়ার কাছে হার দিয়ে শুরু। এরপর চাইনিজ তাইপের জালে গোলোৎসব করে জয়ের ধারায় ফেরা। এশিয়া কাপ হকির এবারের আসরে বাংলাদেশের মুদ্রার দুই পিঠই দেখা হয়ে গেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে অপেক্ষা হেভিওয়েট দক্ষিণ কোরিয়ার কাছে পরীক্ষা দেওয়ার। ওই পরীক্ষায় পাস করলে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। দুদলের মধ্যকার ম্যাচটি শুরু হবে আজ দুপুর ২টায়।

আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ১৬টি দল নিয়ে হকির বিশ্ব আসর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বৈশ্বিক ওই আসরে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের শীর্ষ ছয়ে থাকা বাকি পাঁচ দল ফেব্রুয়ারিতে বাছাইপর্বে খেলবে। সেই ছয় দলের একটি হওয়ার আশা বাংলাদেশের। লক্ষ্য পূরণে প্রাথমিকভাবে চাইনিজ তাইপেকে হারিয়েছে। এবার ড্রয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপ হকিতে পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে দলটি যোজন ব্যবধানে এগিয়ে। বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে তারা ১৫তম স্থানে। যেখানে বাংলাদেশ আছে ২৯তম স্থানে। তবুও র‌্যাঙ্কিংয়ের দিকে নজর না দিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভালো কিছু উপহার দিতে চায় বাংলাদেশ।

জয় দিয়ে এশিয়া কাপের এবারের আসর শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। চাইনিজ তাইপের জালে দিয়েছিল ৭ গোল। কিন্তু পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ ব্যবধানে তারা হেরে যায়। অন্যদিকে বাংলাদেশ হার দিয়ে মিশন শুরু করলেও চাইনিজ তাইপেকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে দক্ষিণ কোরিয়াকে তিন গোলের ব্যবধানে হারাতে পারলে সুপার ফোরে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেটি না হলে অন্তত ড্র করতে পারলে সেরা ছয়ে থাকবে মশিউর রহমানের শিষ্যরা। সেদিকে চোখ রেখেই টার্ফ কাঁপাতে নামবে বাংলাদেশ।

এএডি/

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *