পাকিস্তানে সরকারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৫

The Daily Ittefaq

পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের দিয়ামার জেলার চিলাস শহরের কাছে স্থানীয় সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

চিলাসের থর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, ‘আমাদের একটি হেলিকপ্টার থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।’

হেলিকপ্টারটিতে দুইজন পাইলট এবং তিনজন কারিগরি কর্মী ছিলেন বলে জানা গেছে। দিয়ামার জেলার পুলিশ সুপার আবদুল হামিদ বলেন, ‘হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।’ তিনি ডনকে নিশ্চিত করেন যে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর।

এসএসপি হামিদ আরও জানান, হেলিকপ্টারটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণের পরীক্ষামূলক উড্ডয়ন চালাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।

যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয় সরকারের মুখপাত্রের ধারণা, কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে, ঘটনাটি তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *