হামাস মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

Samakal | Rss Feed


হামাস মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

বিশ্ব

অনলাইন ডেস্ক

2025-09-01

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, গাজা সিটিতে ওই বিমান হামলায় নিহত হন আবু উবাইদা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ এক্সে দেওয়া এক পোস্টে সেনাবাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ছয়তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। টার্গেট করা ফ্ল্যাটটি মূলত দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। হামলার পর ভবন থেকে বিপুল অঙ্কের টাকা ছড়িয়ে পড়তে দেখা যায়। এর একটি বড় অংশ স্থানীয়রা নিয়ে গেলেও পরে হামাস তা উদ্ধার করে।

রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টজ হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় চলমান অভিযানের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার আরও অনেক সহযোগীকেও টার্গেট করা হবে।

আইডিএফ ও শিন বেট এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়, যাতে আবু উবাইদার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

আবু উবাইদা হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অল্প কয়েকজন শীর্ষ নেতার একজন হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামলার পর থেকে তিনি সক্রিয় ছিলেন। সবসময় মুখ ঢাকা অবস্থায় হাজির হয়ে তিনি নিয়মিতভাবে ইসরায়েলবিরোধী বক্তব্য দিতেন এবং হামাস সমর্থকদের কাছে প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হন।

ধারণা করা হচ্ছে, প্রায় ৪০ বছর বয়সী এই নেতা সর্বশেষ গত শুক্রবার দেওয়া এক ভাষণে বক্তব্য রাখেন। সেখানে তিনি ইসরায়েলি বন্দিদের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দেন এবং গাজা সিটিতে ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনের বিরুদ্ধেও সতর্ক করেন।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *