Daily Manobkantha:: ফের আরাকান আর্মির হাতে ১৮ বাংলাদেশি জেলে অপহৃত: Daily Manobkantha

Google Alert – সশস্ত্র

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের কাছ থেকে তিনটি ট্রলারসহ ১৮ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সেন্টমার্টিনের পশ্চিম ও পূর্বাঞ্চলের সাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।

তিনি জানান, আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দিনের মালিকানাধীন তিনটি ট্রলারে থাকা ১৮ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। প্রতিটি ট্রলারে ছয়জন করে জেলে ছিলেন।

আজিম উদ্দিন আরও বলেন, “এ ঘটনার পর সোমবার সকালে টেকনাফ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের অপহরণের বিষয়টি শুনেছি। জেলেদের মাছ ধরার সময় আরও সতর্ক থাকতে হবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, গত বছরের আগস্টে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে ১১ মাসের সংঘাতের পর রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহরের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে তারা বঙ্গোপসাগরের জলসীমায় তৎপরতা বাড়িয়েছে, যার ফলে জেলে অপহরণের ঘটনা ঘটছে। গত এক মাসে আরাকান আর্মি ১০টি ট্রলারসহ ৭৪ জন জেলেকে অপহরণ করেছে বলে জানা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *