পারস্পরিক সম্পর্ক জোরদারের বার্তা দিলেন শি-মোদি

Google Alert – সেনা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (৩১ আগস্ট) চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের সাইডলাইনে তাদের এ বৈঠক হয়।

মোদি বলেন, গত বছরের কাজান বৈঠকের ইতিবাচক ফলেই সীমান্ত থেকে সেনা প্রত্যাহার এবং স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তিনি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু ও সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা করেন।

শি জিনপিং জানান, ভারত-চীন বিশ্বের দুই বৃহত্তম জনবহুল দেশ ও গ্লোবাল সাউথের অংশ। তাই বন্ধু ও ভালো প্রতিবেশী হয়ে একসঙ্গে কাজ করা সময়ের দাবি।

প্রায় সাত বছর পর চীন সফরে গেছেন মোদি। সীমান্ত উত্তেজনা ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে বৈঠকটি দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এএডি/

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *